হোম » শিক্ষা » বগুড়ার শাজাহানপুরে শেখ রাসেলের জন্ম উৎসবে মাতলেন গ্রামীণ শিশু শিক্ষার্থীরা

বগুড়ার শাজাহানপুরে শেখ রাসেলের জন্ম উৎসবে মাতলেন গ্রামীণ শিশু শিক্ষার্থীরা

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০-তম জন্মদিন জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার:) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু উদ্যোগে গ্রামীণ শিশু শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় দাড়িগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।
শিশুদের মানবিক সত্তায় পরিণত করতে গৌরবান্বিত শেখ রাসেল সম্পর্কে আলোচনা,চিত্র অঙ্কন প্রতিযোগিতাপুরস্কার বিতরন শেষে উপস্থিত সাড়ে ৩’শ শিক্ষার্থীদের খেলনা,চিপস ও বঙ্গবন্ধু-শেখ রাসেল কে নিয়ে সংকলিত বই উপহার দেওয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু সঙ্গের ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,সহকারী শিক্ষা অফিসার ওয়াহেদুর রহমান,পারভেজ হাসান,খরনা ইউপি সদস্য আব্দুল তালেব,দাড়িগাছা দাখিল মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাক,গয়নাকুড়ি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিষী মৈত্রী সহ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
গ্রামীণ এসব শিশু শিক্ষার্থীরা শেখ রাসেল জন্ম দিনে এমন উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
error: Content is protected !!