হোম » শিক্ষা » প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

প্রথমবারের মতো উপ-উপাচার্য পেলো বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। 
আজ ১৫ অক্টোবর (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়৷ নবনিযুক্ত উপ উপাচার্য  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম কে আগামী ৪ বছরের  জন্য প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দান করা হয়েছে।
তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর এক দশক পেরিয়ে গেলেও এই প্রথম উপ উপাচার্য পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।
error: Content is protected !!