হোম » শিক্ষা » শিক্ষার্থী মনোয়ার বহিষ্কার: কারণ জানতে চায় কুবি শাখা ছাত্রদল

শিক্ষার্থী মনোয়ার বহিষ্কার: কারণ জানতে চায় কুবি শাখা ছাত্রদল

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী এবং দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বহিষ্কারের কারণ জানতে চেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলছে বিষয়টি ‘সরকার বিরোধী অপচেষ্টা’।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে কারণ জানতে চায়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই দৈনিক যায়যায়দিন পত্রিকার অনলাইন ভার্সনে ‘দুর্নীতি হচ্ছে তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে: কুবি উপাচার্য’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা মোহাম্মদ ইকবাল মনোয়ার ওরফে রুদ্র ইকবাল দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হওয়ায় প্রচার করে। এই সংবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরবর্তীতে গত বুধবার (২ আগষ্ট) সাময়িক বহিষ্কার করা হয়।

error: Content is protected !!