হোম » শিক্ষা » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমাপ্তি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমাপ্তি

মোঃ হাবিবুর রহমান: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাছাই।
শনিবার (৩ জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে একযোগে তিনটি কেন্দ্রে (শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারি কলেজ ও মাওলানা সাইফউদ্দিন ইয়াহিয়া ডিগ্রী কলেজ) পরীক্ষাটি দুপুর ১২ টায় শুরু হয়ে ১ টায় শেষ হয়। এবারের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪৭১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা আয়োজনে এই অঞ্চলের সাধারণ নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করেছে তা অভূতপূর্ব। সফলভাবে পরীক্ষা গ্রহণ করায় তিনি পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন,
আমি সুশৃঙ্খল ভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনো ধরনের সমস্যায় পড়িনি। সিটপ্ল্যান দেখা, লোকেশন, প্রয়োজনীয় জিনিসপত্র রাখাসহ সকল ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছি।
উল্লেখ্য সারাদেশে জিএসটি  গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ, বি, সি) ইউনিটে সর্বমোট ৭৬৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
error: Content is protected !!