হোম » শহর-নগর » হেমন্তের বৃষ্টিতে ভিজল ঢাকা

হেমন্তের বৃষ্টিতে ভিজল ঢাকা

আওয়াজ ওয়াজ অনলাইন : প্রকৃতিতে এখন হেমন্তকাল। ঘরে বাইরে শীতের আমেজ। দিন ক্রমশ ছোট হয়ে আসছে। রাত হচ্ছে দীর্ঘ। ঠিক এমন সময় সাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে রাজধানী ঢাকাতে হাজির হলো বৃষ্টি। আজ দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকায় ঝরেছে রিমঝিম বৃষ্টি।

আবহাওয়া সংশ্লিষ্টদের ধারণা, এই নিম্নচাপ আর বৃষ্টির হাত ধরে শহরে আসবে শীত।

এদিকে, আরও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবাহওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Loading

error: Content is protected !!