হোম » সারাদেশ » ওয়ালটন প্লাজার কিস্তি-কার্ডধারীদের চিকিৎসা সুবিধা দিতে ফুয়াদ আল খতিবের সঙ্গে চুক্তি

ওয়ালটন প্লাজার কিস্তি-কার্ডধারীদের চিকিৎসা সুবিধা দিতে ফুয়াদ আল খতিবের সঙ্গে চুক্তি

মোহাম্মদ খোরশেদ হেলালী: কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের মূল্যছাড় ও সর্বোচ্চ সেবা দেওয়ার পাশাপাশি তাদের জন্য ক্রেতা সুরক্ষানীতির আওতায় চিকিৎসা সেবা চালু করেছে ওয়ালটন প্লাজা।
সোমবার (২৯ মে) বিকেলে নিজস্ব সম্মেলন কক্ষে ওয়ালটন প্লাজার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতাল।
চুক্তিতে ওয়ালটন প্লাজার চট্টগ্রাম ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবীর খান হিমু, কক্সবাজার এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার নজরুল ইসলাম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মনির হোসেন, ঝাউতলা ওয়ালটন প্লাজার ম্যানেজার জয়নাল আবেদিন সই করেন।
এছাড়াও ফুয়াদ আল খতিব হাসপাতালের পক্ষে চুক্তিতে সই করেন, একাউন্স এন্ড ফাইনান্সের ডিজিএম ইকবাল বাহার, মার্কেটিং এন্ড গনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ, আইটি ডেপুটি ম্যানেজার মনজুর আলম, একাউন্সের সহকারী ম্যানেজার মো. জাবেদ হোসেন, মার্কেটিং অফিসার আমিনুল হক ও মার্কেটিং এক্সিকিউটিভ শাহাদাত আনোয়ার।
ডিজিএম ইকবাল বাহার বলেন, ‘ওয়ালটনের সঙ্গে সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর করতে পেরে ভালো লেগেছে। এতে আমরা শোকরিয়া আদায় করছি। ফুয়াদ আল খতিব কক্সবাজারের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান অপরদিকে ওয়ালটন আমাদের দেশীয় প্রতিষ্ঠান। ইলেক্ট্রনিক জগতে তারা বৈপ্লবিক যুগান্তকারী ভুমিকা রাখছে। আমরা আগে ইলেক্ট্রনিক পণ্য কিনতে গেলে বিদেশী পণ্যের উপর নির্ভর করতে হতো। এখন বিদেশী পণ্যের উপর নির্ভর করতে হয় না।’
তিনি আরও বলেন, ‘ওয়ালটনের পণ্য শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। গ্রামের সাধারণ দরিদ্র পরিবারেও ওয়ালটনের পণ্য আছে। সে বিষয়টি মাথায় রেখে ওয়ালটনের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্যে এ চুক্তি। আমরা ওয়ালটন প্লাজার কিস্তি-কার্ডধারীদের সর্বোচ্চ ডিসকাউন্টে চিকিৎসা সুবিধা দিতে প্রস্তুত।’
চট্টগ্রাম ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবীর খান হিমু বলেন, ’ওয়ালটন শুধু ব্যবসা করে না। সেবামূলক কাজের জন্যেও তারা এগিয়ে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে চিকিৎসা। ওয়ালটনের গ্রাহকরা যেন কম খরচে চিকিৎসা সেবা পায় সেজন্য আমাদের এই সমঝোতা চুক্তি। এখন থেকে ওয়ালটন প্লাজার কিস্তি-কার্ডধারীরা কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে এসে সাধারণ ডিসকাউন্টের চেয়ে অধিক ডিসকাউন্টে চিকিৎসা সুবিধা নিতে পারবে।’
error: Content is protected !!