হোম » অপরাধ-দুর্নীতি » গোবিন্দগঞ্জ ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জ ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রায়হাত তালুকদার (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রোববার (৩০ এপ্রিল) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া বাঁশহাটির আবু সাঈদের দোকানের সামনের সড়ক থেকে রায়হাতকে গ্রেফতারসহ ওইসব ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার রায়হাত তালুকদার পৌরসভার পশ্চিম পান্থাপাড়া (বাঁশহাটি) এলাকার শামসুজ্জোহা তালুকদার জোহার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রায়হাতে ফুল প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

Loading

error: Content is protected !!