হোম » অপরাধ-দুর্নীতি » ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

আওয়াজ অনলাইন: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৮৪৬ পিস ইয়াবা, ২ কেজি ৮৬০ গ্রাম গাঁজা, ৮৩ গ্রাম হেরোইন ও ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

Loading

error: Content is protected !!