হোম » সারাদেশ » উপজেলায় শ্রেষ্ঠ সহকারী  শিক্ষক (স্কুল)  শিখা রাণী   

উপজেলায় শ্রেষ্ঠ সহকারী  শিক্ষক (স্কুল)  শিখা রাণী   

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর শ্রীবরদী উপজেলায় ১৮ মে শ্রীবরদী উপজেলা অফিসার নিলুফা আক্তারের  সভাপতিত্বে উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক   ( স্কুল পর্যায়)  নিবার্চন হয় শ্রীবরদী আকবারিয়া পাইলট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( বাংলা) শিখা রাণী দে ।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রহুল আলম তালুকদার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
এবিষয়ে জানতে চাইলে একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন বলেন, শিখা রাণী তার যোগ্যতা ও দক্ষতার সহিত সর্বোত্তম  পাঠদান করান। আমরা আশা করি, তিনি আরও ভাল করবে ভবিষ্যতে।  শিখা রাণী বলেন, আমি কৃতজ্ঞতা জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রহুল আলম তালুকদার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন এবং আমার প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোঃ আব্দুট রউফ। তাদের সহযোগিতায় আজ আমার এটি অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন স্যারের অনুপেরণা, উদ্দীপনা, দিকনির্দেশনায় ও আন্তরিক সহযোগিতায় আমি সত্যিই মুগ্ধ।

Loading

error: Content is protected !!