হোম » সারাদেশ » বদলগাছীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১৪ বস্তা চাল উদ্ধার ১ জনের জরিমানা

বদলগাছীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১৪ বস্তা চাল উদ্ধার ১ জনের জরিমানা

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী খাদ্য বান্ধব কর্মসুচির ১৪ বস্তা চাল উদ্ধার করে থানা পুলিশ এ সময় চাল সহ আব্দুর সবুর নামে ১ জনকে আটক করা হয়। জানাযায় গতকাল সোমবার বদলগাছী সদরে ডিলারের দোকান থেকে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রয় করা হয়। এ সময় তেতুলিয়া গ্রামে জাকির হোসেনের পুত্র আঃ সবুর ১৪ বস্তা চাল কিনে নিয়ে বাড়ি আসতেছিল। এ চাল অবৈধভাবে কেনা হয়েছে বলে থানায় অভিযোগ করলে থানা পুলিশ থানার সামনে সড়ক থেকে ভ্যান যোগে নিয়ে যাওযার সময় সবুর সহ ১৪ বস্তা চাল আটক করে। সবুর জানায় সে উপকার ভোগীদের থেকে সে চাল কিনে নিয়েছে।

খাদ্যবান্ধব কর্মসুচির চাল অবেধভাবে কেনার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন ভ্রাম্যমান আদালতে সবুরের ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন বলেন আটককৃত ১৪ বস্তা চাল অফিস হেফাজতে রয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন অভিযোগ আসে খাদ্যকর্মসুচির চাল অবৈধভাবে কেনা হয়েছে। এই অপরাধে চালসহ সবুরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালত জরিমানা করে ছেড়ে দেয়।

Loading

error: Content is protected !!