হোম » প্রধান সংবাদ » বগুড়ার মহাস্থানগড় মাজার এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ার মহাস্থানগড় মাজার এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায়  অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭-ই আগস্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে সদরের মহাস্থানগড় মাজার এলাকা থেকে স্থানীয়দের দেয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লাশের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ তথ্যগুলো নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দীন। তিনি বলেন ঔ মরদেহের নাম-পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে। তার পড়নে লুঙ্গি ও গেঞ্জি এবং পুরো শরীর কাঁদাযুক্ত ছিল । তার বয়স হবে প্রায় ৩৫ বছর। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Loading

error: Content is protected !!