হোম » প্রধান সংবাদ » কিশোরগঞ্জের কটিয়াদীতে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারে নকল ব্রান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি বিক্রির দায়ে ৪ জন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (১ মে) দুপুরে র‌্যাবের উপস্থিতিতে কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারে কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ এ অভিযান পরিচালনা করেন। এ সময় নকল ব্রান্ডরোল যুক্ত ৮২ হাজার শলাকা সিরাজ, খালেক ও স্বাধীন বিড়ি জব্দ করা হয়। শেষে জব্দকৃত বিড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ বাজার কমিটি ও সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন প্রকার অবৈধ ও

নকল পণ্য বিক্রয় করা যাবে না। এ ব্যপারে আপনারা সতর্ক থাকবেন। পরে যদি কোন ব্যক্তি অবৈধ ও নকল পণ্য বিক্রয়ের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরোও বলেন, কিছু দুষ্কৃতিকারী দেশের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্রান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় করছে। কিছু ব্যবসায়ী ঐসব দূষ্কৃতিকারীর সহায়ক হিসাবে কাজ করছে। সরকারের রাজস্ব অর্জন তরান্বিত করার লক্ষ্যে ও নকল প্রতিরোধে এ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। পূর্বেও এই বাজারে কাস্টমস কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু তারপরেও তারা আইনের তোয়াক্কা না করে অবাধে অবৈধ বিড়ি বিক্রয় করে আসছিল।

error: Content is protected !!