হোম » প্রধান সংবাদ » বগুড়ায় চাল বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের !!

বগুড়ায় চাল বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় আব্দুর রশিদ (৫৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। এসময় দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ট্রাক্টর দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার ইন্দোইল খাড়িরব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাজ গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। আহতরা হলেন, ট্রাক্টরের হেলপার রনি, আসলাম, সিরাজ ও
ঝিনুক। জানা যায়, বৃহস্পতিবার সকালে নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে ও আদমদীঘি থেকে একটি ট্রাক্টর সান্তাহারের উদ্দেশ্যে আসছিল। পথে উপজেলার ইন্দোইল ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে ট্রাক্টরটির ধাক্কা লাগে। এতে ট্রাক্টর চালক, হেলপার ও শ্রমিক মিলে চারজন আহত হন। আহতদের আদমদীঘি হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায়
শ্রমিক রশিদ মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়িই বেপরোয়া গতিতে চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালবোঝাই ট্রাকটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ও ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে থাকে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, চলন্ত অবস্থায় যাত্রীবাহী ট্রাকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজনের মৃত্যু হয়।।
error: Content is protected !!