হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউন এর দ্বিতীয় দিনে করোনার সংক্রমণ প্রতিরোধে ২হাজার ৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও সরকার ঘোষিত সময়ে উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে।
মঙ্গলবার ৬ এপ্রিল সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় চারজন অটোচালককে ১শ টাকা করে, নিমতলায় অবস্থিত ইজি কম্পিউটারকে পাঁচশত টাকা, বাটা বাজার জুতার দোকানকে ১ হাজার টাকা ও স্বর্ণকার পট্টিতে ভাইভাই জুয়েলার্স কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
error: Content is protected !!