হোম » প্রধান সংবাদ » কবি শাহজাহান সিরাজ সবুজ-এর কবিতা ”মতপ্রকাশের অধিকার চাই”

কবি শাহজাহান সিরাজ সবুজ-এর কবিতা ”মতপ্রকাশের অধিকার চাই”

মতপ্রকাশের অধিকার চাই
[শাহজাহান সিরাজ সবুজ]
আমি মানুষ, আমি মেহনতি আমজনতা,
আমি প্রকাশ করতে চাই আমাকে,
প্রস্ফুটিত করতে চাই স্বীয় মতবাদ,
এটা আমার অধিকার।
আমি মতপ্রকাশের অধিকার চাই।
বলতে চাই স্বীয় বিশ্বাস- অবিশ্বাসের কথা,
স্লোগানে স্লোগানে মুখরিত করতে চাই,
পিচঢালা কংক্রিটের রাজপথ।
কারো অনুভূতিতে আঘাত করতে চাইনা,
উষ্কানি দিতে চাইনা কোনো গোষ্ঠীকে।
বিনষ্ট করতে চাইনা সাম্প্রদায়িক সম্প্রীতি,
শুধু আমার বিশ্বাসের কথা বলতে চাই,
মানতে হবেনা আমার মতবাদ।
নিজ নিজ মতপ্রকাশের অধিকার চাই।
তুমি নির্দ্বিধায় স্বীয় মত প্রকাশ করবে,
আমি করলেই যত দোষ, নন্দ ঘোষ।
আর কতকাল আমাকে দমিয়ে রাখবে,
সমাজ, রাস্ট্র আর ধর্মের দোহাই দিয়ে।
আমিও একদিন গর্জে উঠবো,
আকাশে- বাতাসে মেলে ধরবো,
প্রতিবাদের লালঝাণ্ডা।
আমি যদি আমার বিশ্বাসের কথা বলি,
গর্জে উঠে বলছো তুমি,
তোমার নাকি অনুভূতিতে আঘাত লেগেছে।
তোমার অনুভূতি এতো ঠুনকো কেনো বন্ধু?
যা অন্যের বিশ্বাসের কথা বললেই
ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
তোমার বিশ্বাস নিশ্চয় ঠুনকো নয়,
হয়তো আত্মস্থ করোনি তোমার বিশ্বাস,
তাই রেগে গিয়ে করো বেসামাল কাণ্ড।
দোয়া, শুভকামনা তোমার জন্য
তুমি হও শান্ত।
এসো হে মানুষ, এসো হে ভাই- বন্ধু,
হিংসা- বিদ্বেষ পরিহার করি,
মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তুলি।
মানুষ ও মানবতার কল্যাণে কাজ করি,
মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি না করি।
error: Content is protected !!