হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের শ্বষান ঘাট সংরক্ষণের দাবি এলাকাবাসীর

বালিয়াডাঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের শ্বষান ঘাট সংরক্ষণের দাবি এলাকাবাসীর

মোঃহাসান আলী বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার আরাজী দূর্লভপুর মৌজার হিন্দু সম্প্রদায়ের ব্যবহৃত  শ্বষান ঘাট সংরক্ষণের দাবি করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, আরাজী দূর্লভপুর মৌজার সি,এস, এস ০১ নং খতিয়ানের জমির মালিক ছিলেন জমিদারি জগবন্ধু রায় চৌধুরী। তৎকালীন এই জগবন্ধু রায় চৌধুরী হিন্দু জন সাধারণের জন্য উক্ত খতিয়ানের ৪১০ নং দাগের পুকুর পাড়ের ১.৬৪ একর জমি  হিন্দু সম্প্রদায়ের জন্য মৃত ব্যক্তিদের দাহ করা ও কবর দেওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন। সেই সুবাদে আরাজী মৌজার হিন্দু  জনসাধারণ বংশানুক্রমে সেই জমি প্রায় একশ বছর ধরে শ্বষানঘাট হিসেবে ব্যবহার করছে।এর মধ্যে কতিপয় ভূমিদস্যু তফসীল বর্ণিত জমি অন্য কাজে কেটে নিয়ে যাচ্ছে ও লীজ নেওবার জন্য পায়তারা করিতেছে বলে অভিযোগ করেন। উক্ত আরাজী দুর্লভপুরের হিন্দু সম্প্রদায়ের শ্বষানঘাট টি সংরক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।
error: Content is protected !!