হোম » খেলা » তিতাসের সাতানী মটর বাইক ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে জিনিয়াস একাদশ চ্যাম্পিয়ন

তিতাসের সাতানী মটর বাইক ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে জিনিয়াস একাদশ চ্যাম্পিয়ন

বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: মাদক-কে না বলি চল সবাই মাঠে খেলি এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসের সাতানী মটর বাইক ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতানী মটর বাইক ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত ১৪ ওভারের ফাইনাল খেলায় অংশ নেয়া উপজেলার পোড়াকান্দি একাদশ-কে ৫ ওইকেটে হারিয়ে প্রথম পুরস্কার(মটর বাইক)টি ছিনিয়ে নেয় জিনিয়াস একাদশ।দ্বিতীয় পুরস্কার(ফ্রিজ)টি দেয়া হয় পরাজিত পোড়াকান্দি একাদশ-কে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি) ও বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার জরুরি কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করতে না পারায়,তাঁদের পক্ষে পুরস্কার দু’টি গ্রহণ করেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।

ফান্স প্রবাসী মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার,
কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সাংবাদিক বাবুল আহমেদ ও ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ এম একলাস সরকার।

অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন,শাহাদত হোসাইন,নুরুল ইসলাম, হাজী আব্দুল আউয়াল,বাচ্চু ব্যাপারী,মুন্নাফ মেম্বার,আব্দুর রউফ,
মজিবুর রহমান মেম্বার,ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লা,কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরাব হোসেন সুমন,ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন,গৌরাঙ্গ চন্দ্র দাস,রেজাউল করিম,জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ হাতেম তায়ী,উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এমরান খান ও বলরামপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ আশিক প্রমুখ।

হাজার হাজার দর্শকের উপস্থিতি ১৪ ওভারের খেলায় পোড়াকান্দি একাদশ-কে ৭ ওইকেটে হারিয়ে প্রথম পুরস্কার(মটর বাইক)টি ছিনিয়ে নেয় জিনিয়াস একাদশ। অনুষ্ঠিত খেলায় ধারা ভাষ্যকার ছিলেন মোঃ মনির হোসেন মাষ্টার।

জিনিয়াস একাদশের পক্ষে প্রথম পুরস্কার (মটর বাইক)টি গ্রহণ করেন জিনিয়াস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরকার আবুল কালাম আজাদ।

error: Content is protected !!