একুশ

মোঃ আসাদুজ্জামান বাচ্চু:
একুশ এলেই বেহুশ হন দেশীয় কিছু বুদ্ধিমান,
বলেন-‘বাংলা ভাষার রাখতে হবে ইজ্জত-সম্মান’।
সারা বছর ইংরেজিতে মুখে ফোটে বুলি,
শহীদ মিনারে নিবেদন করেন পুষ্পের অঞ্জলি।
বারোমাসই দেখেন তারা হিন্দি মুভি-সিরিয়াল,
ভাষার মাসে ভাষার জন্য তারাই বড় কবিয়াল।
বাংলা ভাষার বারোটা বাজান হিন্দি-ইংলিশ মিলিয়ে,
ভাবটা যেনো এক দিনেতেই পাকাবেন কাঁঠাল কিলিয়ে।
সকাল-সন্ধ্যা গানের রাজ্যে উর্দু-ইংলিশ-হিন্দি,
ফাগুন এলেই বাংলা ভাষায় হন যে স্বেচ্ছাবন্দী।
নিখাদ বাংলায় থাকে না যে সোশ্যাল স্ট্যাটাস,
ছাতা মাথায় দেখেন যেনো উম্মুক্ত আকাশ।
এসব দেখে ভাষাযোদ্ধা হন যে ভীষণ আহত,
শহীদ ভাবেন- এ জন্যেই কি হলাম আমরা নিহত !
শপথ হোক-
মায়ের ভাষায় বলবো কথা,গাইবো গান
ভাষা শহীদের আত্মা পাবে শান্তি অফুরান।
                                  -0-
error: Content is protected !!