হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় ৪২ জন গৃহহীন কে নতুন গৃহ ও ভূমি হস্তান্তর করলেন সাংসদ তানভীর ইমাম

উল্লাপাড়ায় ৪২ জন গৃহহীন কে নতুন গৃহ ও ভূমি হস্তান্তর করলেন সাংসদ তানভীর ইমাম

রায়হান আলীঃ মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনুষ্ঠানিকভাবে নতুন ৪২ টি গৃহহীন পরিবার কে ভূমি ও নতুন গৃহ হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে সংসদ সদস্য তানভীর ইমাম গৃহহীন পরিবার কে নতুন গৃহের চাবি ও ভূমির দলিলপত্র হস্তান্তর করেন।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া জানান, গৃহহীন ও ভূমিহীন পরিবারের গৃহ নিমার্নের জন্য দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪২টি নতুন গৃহের বিপরীতে ৭১ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার পঞ্চকুশি ইউনিয়নের কালিগঞ্জ,বড়হরের চর-তেতুলিয়া,বাংগালার প্রতাপ এবং দূর্গানগরে গৃহহীনদের স্বপ্নের নিবাস গুলো স্থাপন করা হয়েছে।

error: Content is protected !!