হোম » প্রধান সংবাদ » ম্যানইউতে ওয়েন রুনির ছেলে কাই রুনি

ম্যানইউতে ওয়েন রুনির ছেলে কাই রুনি

ডেস্ক রিপোর্ট :: ইংল্যান্ড দলের সাবেক তারকা ফুটবলার ওয়েন রুনির ছেলে কাই রুনি মাত্র ১১ বছর বয়সেই ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে নাম লেখালেন।

বাবার পথেই হাটতে চলেছেন এই টিনেজার। ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ একাডেমিতে সই করে ফেললেন কাই।

বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এ তথ্য দেন ওয়েন রুনি নিজেই।

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার রুনি ম্যানইউ লিজেন্ড। একসময় ইউনাইটেড আর রুনি ছিলেন সমার্থক।

২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করেন রুনি। ওল্ড ট্রাফোর্ডে ১৩ বছর কাটিয়েছেন তিনি। রেডডেভিলদের হয়ে ৫০০ ম্যাচে করেছেন ২৫৩ গোল। যা স্যার ববি চার্লটনের ২৪৯ গোলের রেকর্ড ছাপিয়ে গেছে।

ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবের হয়ে ১৬ ট্রফি জিতেছেন।

২০১৭ সালে ইউনাইটেডে দীর্ঘ প্রায় দেড় দশকের ফুটবল জীবন শেষ করে প্রথম ক্লাব এভার্টনে ফিরে গিয়েছিলেন রুনি।

কিন্তু ম্যানইউর প্রতি রুনির টান যে কখনো কমেনি তা বোঝা গেল বৃহস্পতিবার।

বর্তমানে চ্যাম্পিয়নশিপ ক্লাব ডার্বি কাউন্টির ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রুনি।

### SSS

error: Content is protected !!