হোম » প্রধান সংবাদ » পেকুয়ায় গ্রাম পুলিশের সদস্যের জমিতে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ

পেকুয়ায় গ্রাম পুলিশের সদস্যের জমিতে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউপির মিয়াজির ঘোনা এলাকায় গ্রাম পুলিশ মনচুর আলমের মালিকনাধীন জমি জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় ধনিয়াকাটা এলাকার জালাল আহমদের ছেলে ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ মনচুর আলম বাদী হয়ে মিয়াজীর ঘোনা এলাকার মৃত সামশুল হকের ছেলে মুবিনুল হক, তৌহিদুল ইসলাম ও মৃত জহিরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলামকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে মনচুর আলম বলেন, বিবাদীরা তার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ করে আসছিল। বিরোধের জের ধরে সোনাইছড়ি মৌজার ৪৪৮ নং খতিয়ানের ৩২৫৩ দাগের আন্দর প্রায় ১৪ শতক জমি জবর দখল করে নেন বিবাদীরা। গত ১৩ ডিসেম্বর তারা সংঘবদ্ধ হয়ে ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা প্রদান করেন। এসময় জবর দখলকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীকে প্রাণে হত্যাচেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবগত করার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Loading

error: Content is protected !!