হোম » প্রধান সংবাদ » করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি কার্যকর করার দাবিতে বিকল্প যুবধারার যুববন্ধন”

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি কার্যকর করার দাবিতে বিকল্প যুবধারার যুববন্ধন”

বিশেষ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কার্যকর করার দাবিতে রাজধানীর প্রেসক্লাবে যুববন্ধন ও ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে  কেন্দ্রীয় যুবধারা। আজ  সোমবার সকাল এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু বলেন,
“সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করাই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ায় সেহেতু সকল শ্রেনীর ও সকল পেশার মানুষেরই স্বাস্থবিধি অনুসরণ করা উচিৎ” । সাবেক রাষ্ট্রপতি ও উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক  ডাঃ বি চৌধুরীর রেফারেন্স দিয়ে তিনি বলেন-“সঠিক নিয়মে ও মানে মাস্ক পরিধান করলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা পঁচানব্বই ভাগই কমে যায়।অধিকন্তু ঘন ঘন হাত ধোয়া এবং চোখে,
নাকে ও মুখে আঙ্গুল না দেয়ার মত সুঅভ্যাসগুলোই অধিকাংশ মানুষকে করোনা ঝুঁকির বাইরে রাখতে পারে। তাছাড়া ঠান্ডা খাবার ও বাহিরের খাবার পরিহার করতে পারলেও করোনা ঝুঁকি হ্রাস করা সম্ভব”।তিনি আরো বলেন-“জনসাধারণের  জীবন ও স্বাস্থ্য নিরাপদ রাখতে সরকারের উচিৎ স্বাস্থ্যবিধি কঠোরভাবে কার্যকরী করা।তা নাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আসন্ন শীতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে”।
যুববন্ধনে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা নওয়াব বাহাদুর, বিকল্প যুবধারার সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,মাসুম হোসেন অপু,যুগ্ম-সম্পাদক ইলিয়াস হোসেন শাওন,সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম শিহাব,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিস,দপ্তর সম্পাদক জিহাদ হাসান রাসেল, কেন্দ্রীয় নেতা রিতা চৌধুরী  , মোঃ উজ্জল, মোঃ শুভ্র প্রমূখ। যুববন্ধন চলাকালীন প্রেসক্লাব ও এর আশেপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার পথচারিকে বিনামূল্যে মাস্ক পরিয়ে দেন যুবধারার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
error: Content is protected !!