হোম » প্রধান সংবাদ » জমসেদ আলীর নামে ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ 

জমসেদ আলীর নামে ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ 

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ জমসেদ আলী আমাদের প্রতিনিধিকে অভিযোগ দিয়ে বলেন, আমি মো.জমসেদ আলী  পিতা মৃত মোবারক আলী, গ্রাম-বালিয়াডাঙ্গী, উপজেলা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও। আমি বেশ ক’দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ও অনলাইন পোর্টালে লক্ষ্য করছি যে, আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য সম্বলীত, বানোয়াট, উদ্দ্যেশ্য প্রনোদিত ও ভুয়া খবর লেখে প্রচার করা হচ্ছে। যা আমার ও আমার পরিবারের সম্মান হানির  কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে জড়িয়ে লেখা হয়েছে যে,
আমি নাকি রাজাকার ছিলাম। আমি নাকি ১৯৭১’এ আমিরুল ইসলাম(৬০)’র পিতা আসির উদ্দীনকে খুন করেছি। এটিও আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ। আমাকে সুদখোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমার ছোট ভাই শাহ এমরানের সম্পত্তি আত্মসাৎ করেছি এমন কথাও লেখা হয়েছে। আসলে এগুলো ডাহা মিথ্যা কথা। একটি মহল এ রকম কাহিনী তৈরী করে আমাকে ও আমার পরিবারকে ক্ষতিগ্রস্থ্য করার হীন উদ্দেশ্যে সর্বদা লিপ্ত রয়েছে।
আমি কখনো রাজাকার ছিলাম না। কারণ যুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র ৪ বছর।তাই কারো বাবাকে হত্যা করা প্রশ্নই আসে না। আমার ছোট ভাই এমরানের কোন সম্পত্তি আত্মসাৎ করিনি।এমনকি আত্মসাৎ করার  কোন ইচ্ছাও আমার নেই। সে যদি পিতার ত্যক্ত কোন সম্পত্তি পেয়ে থাকে কিংবা তার প্রাপ্যতা থাকে তাহলে আমি দিতে প্রস্তুত আছি।
জমসেদ আলী আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ও  বিভিন্ন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।সেই সাথে আরো প্রতিবাদ জানাচ্ছি যে, যে সাংবাদিক মিথ্যা খবরটি প্রকাশ করেছেন তিনি সত্যিটা না জেনে প্রকাশ করায় তার প্রতিও নিন্দা প্রকাশ করছি ৷
error: Content is protected !!