হোম » অপরাধ-দুর্নীতি » নবীনগরে প্রাচীন মন্দিরের চুরি হওয়া মুর্তিসহ মালামাল উদ্ধার, গ্রেফতার-৫  

নবীনগরে প্রাচীন মন্দিরের চুরি হওয়া মুর্তিসহ মালামাল উদ্ধার, গ্রেফতার-৫  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং সাহাপাড়ার প্রাচীন মন্দিরে বুধবার চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মুর্তিসহ চোরাইকৃত মালামাল বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে দুই দফায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ভোলাচং এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে নাছির(২২), মৃত আব্দুল মালেকের ছেলে রইছ মিয়া(৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২২), জামিল মিয়ার ছেলে রিদয় (১৫) ও নারায়নপুরের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন(৩৫)কে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নিকট হতে পুলিশ চুরি হওয়া আটটি পিতলের মূর্তিসহ সকল মালামাল উদ্ধার করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মালামাল সহ দুই দফায় ৫ জনকে গ্রেপ্তার করেছেন।  মামলা হয়েছে দুইজন আসামীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে, তিনজনকে আগামীকাল প্রেরণ করা হবে। নবীনগরে বিভিন্ন সময়ে একাধিক ঘটনায় এই চক্র জড়িত আছে কিনা সে বিষয়ে রিমান্ড আবেদন করা হবে।

error: Content is protected !!