হোম » প্রধান সংবাদ » ব্যর্থ মনোরথ

ব্যর্থ মনোরথ

জাহেদুল ইসলাম বাঁধনঃ

না আছে মোর ছন্দ মেলা
না আছে মোর গদ্য
না আছে মোর জীবন চলার
উদ্দীপনার পদ্য।

না আছে মোর অন্ত বাঁচার
এই ধরণীর মাঝে
না আছে মোর স্বজন-প্রিয়
স্বার্থপরার কাজে।

না আছে মোর একটা নদী
জল ঝরাতাম রোজ
না আছে মোর একটা আপন
যেই বা নিবে খোঁজ।

না আছে মোর একটা আকাশ
একটি সোনার দিন
না আছে মোর রঙিলা মন
বাড়ছে শুধু ঋণ।

না আছে মোর নিয়ম-নীতি
সব হলো আজ ধ্বংস
না আছে মোর জীবন ধারা
বাঁচতে পারার অংশ!

না আছে মোর সেই সোনা দিন
না আছে মোর গল্প
আমায় নিয়ে লিখবেটা কে
বলবেও বা অল্প।

error: Content is protected !!