হোম » প্রধান সংবাদ » কবি শাহজাহান সিরাজ সবুজ- এর কবিতা ”অভিনয়”

কবি শাহজাহান সিরাজ সবুজ- এর কবিতা ”অভিনয়”

অভিনয়
[শাহজাহান সিরাজ সবুজ]
আহারে ভাই, যেদিকে তাকাই,
সেদিকে রঙ্গমঞ্চ দেখতে পাই!
দুনিয়া যেনো একটা রঙ্গমঞ্চ ভাই।
সেই রঙ্গমঞ্চে শুধুই অভিনয়!
সুখের অভিনয়, যদিও সুখী নই!
সারাক্ষণ ভদ্রলোকের অভিনয়,
যদিও ভদ্রলোক নই!
যেনো এই ভুবনে আমিই সাত্ত্বিক,
বাকি সব নকল, ভন্ডের দল!
আসলেই কি তাই? হয়তো নয়!
চোখের সামনে যেটা বাস্তব!
পর্দার আড়ালে শুধু অভিনয়!
অভিনয়ের খোলসে বন্দী আমি,
খোলসে বন্দী থাকতে নাহি চাই!
এতে আত্মবিশ্বাস দরকার ভাই!
কিন্তু! কিন্তু কি ভাই? কিন্তু সমাজ…
সমাজ আত্মবিশ্বাস দেয়নি আমায়!
অভিনয়ের চক্করে, মিথ্যা আমিত্বে,
সমাজের ভয়, মায়া, মোহে পড়ে,
বোধ-বুদ্ধি, জীবন নাশ,
তবুও অভিনয় করে যাই।
error: Content is protected !!