হোম » প্রধান সংবাদ » রামপাল পাওয়ার প্লান্ট বেশি বেশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে: উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

রামপাল পাওয়ার প্লান্ট বেশি বেশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে: উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

খুলনা প্রতিনিধি: রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে গেলে প্রতিষ্ঠানটি বেশি বেশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে। পাওয়ার প্লান্টকে কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সময়ে বিশুদ্ধ খাবার পানির প্রকল্প স্থাপন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, কর্মহীন নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সেবার আওতাও বাড়বে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার রামপাল উপজেলার গৌরম্ভা ও রাজনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড আয়োজিত অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিআইএফপিসিএল’র সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপমন্ত্রী আরো বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে আমাদের সুন্দরবন, জলবায়ু, পরিবেশের কোন ক্ষতি হবে না। এমন কি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কোন নেতিবাচক প্রভাবও পড়বেনা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করেন। রামপাল পাওয়ার প্লান্ট প্রকল্পটিও ঠিক তেমনি গণমানুষের কল্যাণ বয়ে আনবে। পরে উপমন্ত্রী রাজনগর ইউনিয়ন পরিষদের মাঠে অসহায় মানুষের মাঝে প্লান্টের উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে। এতে বক্তৃতা করেন প্রকল্পের উপপরিচালক মো: রেজাউল করিম, রামপার উপজেলা চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সাংবাদিক মল্লিক সুধাংশু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপক (এইচ আর) তরিকুল ইসলাম।
error: Content is protected !!