হোম » প্রধান সংবাদ » বগুড়া সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করলেন – এমপি সাহাদারা মান্নান

বগুড়া সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করলেন – এমপি সাহাদারা মান্নান

এম.এ রাশেদ  বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মুল্যে মাসকলাই বীজ, সার ও শাক সবজি বীজ বিতরণের শুভ উদ্বোধন করলেন এমপি সাহাদারা মান্নান।
১২ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য  সাহাদারা মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দুলাল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!