হোম » সারাদেশ » জীবননগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ, প্রশাসন ও র‌্যাব ও আনসার এর যৌথ মহড়া অনুষ্ঠিত

জীবননগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ, প্রশাসন ও র‌্যাব ও আনসার এর যৌথ মহড়া অনুষ্ঠিত

মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যৌথ মহড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, পরিচালক ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গাগণের নেতৃত্বে আজ ০৫মে ২০২৪ ইং সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেন্স প্যাট্রোলিং শেষে জীবননগর থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডসহ জনসমাগম স্থানে উপস্থিত হয়ে ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে আশ্বাস্ত করেন। আগামী ৮ মে ২০২৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সঙ্গে স্থানীয় পরিবেশ ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

Loading

error: Content is protected !!