হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে নারী প্রশীক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে নারী প্রশীক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নারী প্রশীক্ষণার্থীদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৪ মে) দুপুরে পৌর শহরের আশ্রমপাড়ায় জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে  ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল।
এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আফসানা আক্তার চামেলী, সংস্থাটির প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ রাশিকা পারভীন প্রমুখ।
বক্তব্য শেষে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ২০২৩-২৪ অর্থবছরের বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ১ম ও ২য় ব্যাচের দৈনিক ১৫০ টাকা হিসেবে ৪০ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।

Loading

error: Content is protected !!