হোম » খেলা » ওয়াংখেড়ে ১২ বছর পর মুম্বাইকে হারালো কেকেআর

ওয়াংখেড়ে ১২ বছর পর মুম্বাইকে হারালো কেকেআর

আওয়াজ  আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ বছর পর মুম্বাইকে হারালো কোলকাতা নাইট রাইডার্স। রোহিতদের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে-অফের আরও কাছে শ্রেয়াশ আইয়ারের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিলো না কোলকাতারের। পাওয়ার প্লেতেই হারায় ৪ উইকেট। এদিন হাসেনি নারাইন, রিঙ্কু, রাসেলদের ব্যাট।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান ভেঙ্কটেশ আইয়ার ও মনিশ পান্ডে। তাদের ৮৩ রানের জুটিতে ভর করে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কোলকাতা।

জবাবে স্টার্ক-নারাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঘরের মাঠেও এই রান টপকাতে পারেনি মুম্বাই। টিম ডেভিড আর সূর্যকুমার যাদব ছাড়া দাঁড়াতে পারেনি কেউই।

৭ বল বাকি থাকতেই অল-আউট হয় মুম্বাই। সর্বোচ্চ ৫৬ রান আসে সূর্যকুমারের ব্যাট থেকে।

৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন মিচেল স্টার্ক।

Loading

error: Content is protected !!