হোম » সারাদেশ » বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পরিক্ষিত রায় (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মানাধীণ বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত  বিদ্যুতায়িত হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে তাৎক্ষণিক ভাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত শ্রমিক পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার চোপড়া উত্তর পাড়া এলাকার  খিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, রানীশংকৈল উপজেলার রাজোর মন্দির পাড়া নামক এলাকায় নরেশ আমাসু রায়ের নির্মাণাধীন ভবনে ৫ জন শ্রমিক কাজ করছিলেন। এসময় পরিক্ষিত রায় নির্মান কাজের জন্য রড কাটার ড্রিল মেশিনে বৈদ্যুাতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন মুঠোফোনে  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানা হেফাজতে রয়েছে।  রাণীশংকৈল থানায় আমরা একটি বার্তা পাঠিয়েছি। যাচাই বাচাই শেষে বার্তার উত্তর পেলে লাশ হস্তান্তর করা হবে।

Loading

error: Content is protected !!