হোম » প্রধান সংবাদ » “তোমার আগমন ও প্রস্থান “

“তোমার আগমন ও প্রস্থান “

কবিতা

মোঃ আসাদুজ্জামান বাচ্চুঃ 

পাড়াগাঁয়ে তোমার জন্মলগ্নে ছিল না আয়োজন
তোমার অভ্যর্থনায় হয়নি কোনো উৎসব মঞ্চায়ন
তোমার সাবলীল বেড়ে উঠা বনবৃক্ষের মতোন
তোমার সুদর্শন শরীরি গঠন
সুঠাম সুদৃঢ় দৃপ্ত দেহে মধুর ভাষণ
শোষন জুলুম অসাম্যের বিরুদ্ধে কঠিন কথন
শত্রুর কারাগারে মিত্রের বেশে গমন
গ্রেফতার কারাবাস হুলিয়া নিত্য দর্শন
গরীব দুঃখী মেহনতি মানুষের কন্ঠধারন
ভাষাযুদ্ধে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ বলে রাজপথে গর্জন
ছয়দফায় বাঙ্গালীর মুক্তি অন্বেষণ
উনসত্তরের গণঅভ্যুত্থানে নায়কের আসন
পঞ্চান্ন হাজার বর্গমাইলেই নিজের আবাসন
সত্তরের নির্বাচনে কল্পলোকের বিজয় অর্জন
সাড়ে সাত কোটি বাঙালীকে ঔরশে ধারন
সাতই মার্চে মহাকাব্যিক অনল ভাষণ
জনসমুদ্রে বঙ্গবন্ধু উপাধি গ্রহণ
পঁচিশে মার্চ নরপিশাচের জালে সিংহের গমন
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মুক্তির জয়গান
দেশজাতি গঠনে সুখ শান্তি বিসর্জন
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মানবমুক্তির শ্লোগান
কাপুরুষের কামানের সামনে উঁচুশিরে বক্ষদান
বুলেটের তাজা রক্তে হাসিমুখে অবগাহন
ত্রিশ লক্ষ শহীদের রক্তসাগরে পবিত্র লালের মিশ্রন
পণেরই আগষ্ট জাতি-নির্মাতার শাহাদাৎ বরণ।

error: Content is protected !!