শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা গতকাল সোমবার উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন দুর্ণিতী প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজিজ, পৌর সভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসর উদ্দিন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার ব্যনার্জিসহ বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। এদিন প্রধান অতিথি উপজেলার ৮২টি পুজা মন্ডপে ৫০০ কেজি করে মোট ৪১ মেট্রিকটন চাল বিতরণ করেন।
আরও পড়ুন
“তালুকদারের ইন্টারভিউ” (অনু গল্প)
মানব কল্যানে মানুষের নৈতিকতা, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ জরুরী
নেই নিরাপত্তা, দিনে-দুপুরে রাবি শিক্ষকের বাসায় চুরি!