ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। শুক্রবার এ ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই দিনে ওয়ানডে সিরিজের স্কোয়াডও একই দিন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দলের দুই সিনিয়র ক্রিকেটার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান নিজে বিশ্রাম চেয়ে নিয়েছেন।
তাছাড়া এ মাসের শুরুতে ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। ফলে সব মিলিয়ে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছে। এ দলে অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা পারভেজ হোসেন ইমন দলে জায়গা পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে একবার দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।
টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে সিরিজের রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে।
জিম্বাবুয়ে সিরিজেরর জন্য ঘোষিত টি-টোয়েন্টি দল:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
SSS###
আরও পড়ুন
মহেশখালীর আলোচিত সন্ত্রাসী নোমান অস্ত্রসহ গ্রেফতার
হেলিকপ্টারে বিয়ে করে পিতা- মাতার স্বপ্নপূরণ করলেন স্বপ্ন
কিউইদের বিপক্ষে নামছে বাংলাদেশ, বৃষ্টির শঙ্কা