হোম » Uncategorized » রায়গঞ্জে সড়কের দু’ পাশে শোভা পাচ্ছে কস্তুরির ফুল

রায়গঞ্জে সড়কের দু’ পাশে শোভা পাচ্ছে কস্তুরির ফুল

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের দু’ পাশে শোভা পাচ্ছে কস্তুরির ফুল। অধিকাংশ সড়কের দু’ পাশে গর্ত থাকার কারনে এবং পর্যাপ্ত জায়গা পতিত থাকার ফলে ফসলি মাঠগুলো সারা বছর জলাবদ্ধ থাকে। এদিকে উপজেলার অধিকাংশ কৃষক বলেন, সড়কের দু’ পাশের অধিকাংশ সড়কের ব্রিজের মুখ বন্ধ থাকার কারণে সৃস্টি হয় জলাবদ্ধতা। ফলে প্রায় সময় মুগ্ধ ছড়াচ্ছে কস্তুরির ফুল।

এদিকে গ্রামপাঙ্গাসী গ্রামের এক স্কুল শিখ্যক বলেন, আমার দুই বিঘাসহ পাশের জমিগুলোতে হাজার হাজার কস্তুরির ফুল ফুটেছে। দেখলে মনে হয় ছোট্ট বিলটি যেন এক অপরূপ সাজে সেজেছে। কস্তুরির ফুল সৌন্দর্য দেখতে অনেক লোক সড়কে যাতায়াতের সময় একটু দাড়িয়ে এক পলক দেখে চলে যায়। আবার কেউ কেউ গরুর খাদ্য হিসেবে কস্তুরি তুলে নিয়ে যায় এবং ছোট ছেলে মেয়েরা ফুল দিয়ে খেলনা হিসেবে ব্যবহার করছে। সব মিলিয়ে এখন উপজেলায় শোভা পাচ্ছে কস্তুরির ফুল।

error: Content is protected !!