হোম » প্রযুক্তি » রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে নেটওয়ার্ক না থাকায় বিপাকে রবি সিম ব্যবহারকারী গ্রাহকগণ

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে নেটওয়ার্ক না থাকায় বিপাকে রবি সিম ব্যবহারকারী গ্রাহকগণ

robi tower

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের আশপাশেই রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিস্ঠান। এখানে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাওয়া গেলেও পাওয়া যায় না রবি সিমের নেটওয়ার্ক। ফলে রবি সিম ব্যবহার কারিরা পড়েছেন মহা বিপাকে। নম্বর পরিচিত হওয়ার কারনে বিকল্প সিমও ব্যবহার করতে পারছেন না রবি গ্রাহকগণ। এদিকে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিছার রহমান বলেন, আমাদের এলাকার অধিকাংশ গ্রাহক গ্রামীণ সিমের পাশাপাশি রবি সিম ব্যবহার করেন অনেক গ্রাহক। কিন্তু ডিজিটাল এই সময়ে এখনো রবি সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না ভাবতেই অবাক লাগে। রবি সিমের গ্রাহকদের কথা বিবেচনা করে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে একটি রবি সিমের টাওয়ার দেওয়া দরকার বলে আমি মনে করি। গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের ছাত্র মোঃ নাহিদুল ইসলাম নাহিদ জানান, আমি অনেক আগে থেকেই রবি সিম ব্যবহার করি। তাছাড়া রবি সিমে কমমূল্যে ভাল নেট পাওয়া যায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় অনেক সমস্যায় পড়তে হয় আমাদের মতো ছাত্র-ছাত্রীদের। উক্ত বাজারে একটি রবি সিমের টাওয়ার স্থাপন করার জন্য জোড় দাবি জানিয়েছেন অত্র এলাকার রবি সিম ব্যবহারকারী গ্রাহকগণ।

error: Content is protected !!