চাটখিল প্রতিনিধি: কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ৬ মার্চ সোমবার সকাল ১১ টায় মাদরাসার সভাপতি এডভোকেট আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, তালতলা ইসলামিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশেকে এলাহি, সাধুরখিল এ আই দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শফি উল্যা, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন ও কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল কবির খান প্রমূখ।
মনোমুগ্ধকর ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নামে ইসলামি সংগীত পরিবেশন করেন হাফেজ রাশেদুল ইসলাম ও তার দল। এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা
জয়পুরহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ