হোম » খেলা » বিপিএল মাতাতে এবার সিলেটে মাশরাফিরা

বিপিএল মাতাতে এবার সিলেটে মাশরাফিরা

আওয়াজ অনলাইন: এবারের বিপিএল বিগত বছরের তুলনায় একটু ভিন্ন রুপ নিয়েছে। তিনটি আলাদা আলাদা ভেন্যুতে এবারের বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। বিবিসির এ আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছে ক্রিকেট প্রেমিরা।

আগামী  ‍শুক্রবার সিলেট ভেন্যুর খেলাগুলো শুরু হবে। এ পর্বের খেলায় অংশ নিতে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে ‘সিলেট স্ট্রাইকার্স’।

এর আগে অবশ্য ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুতে খেলা হয়েছে।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফ্লাইটে ঘরের মাটিতে পা রাখেন মাশরাফি বিন মুর্তজা-মোহাম্মদ আমিররা। ২০১৭ সালের বিপিএল আসরেও সিলেট সিক্সার্সকে নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়।

এবার তো রীতিমত দুর্দান্ত ফর্মে সিলেট স্ট্রাইকার্স। সাত ম্যাচ খেলে ছয়টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ঘরের মাঠে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা যথাক্রমে ২৭, ২৮ ও ৩০ জানুয়ারি।

এরপর দলটি লিগ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ঢাকার মিরপুরে।

error: Content is protected !!