আওয়াজ অনলাইন: গত বছরটা বাংলাদেশি খেলোয়ার মিরাজের ভালোই কেটেছে। তিনি একাই দলকে টেনে তুলেছেন ভালো অবস্থানে। তার ফলাফলও তিনি পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের একাদশে জায়গা পেয়েছেন মেহেদি মিরাজ।
ওয়ানডে ম্যাচে ৬৬ গড়ে ৩৩০ রান এসেছে তার ব্যাট থেকে। ২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে তিনি এ রান করেন।
এছাড়া বল হাতেও নিয়েছিলেন ২৪ উইকেট। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানে ৪ উইকেট। যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি ফিফটিও।
সাত বছরের ক্যারিয়ারে সেরা সাফল্যেরই পুরষ্কার পেলেন খুলনার এই ক্রিকেটার।
গণমাধ্যমকর্মী, ক্রিকেট ব্যক্তিত্ব ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন পাকিস্তান ও জিম্বাবুয়ের।
দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।
বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন
বিপিএলে মাশরাফির অনন্য মাইলফলক
বার্সার জয়
লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত