চাটখিল প্রতিনিধি: চাটখিল গোমাতলী আদর্শ সংস্থা কতৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা গোমাতলী গ্রামে ২৩ জানুয়ারি (সোমবার) রাতে উৎসব মুখর পরিবেশে শত শত দর্শকদের উপস্থিতে টি-১০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চাটখিল উপজেলা সাবেক আইন বিষয়ক সম্পাদক ও মল্লিকাদীঘির পাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট ইয়াছিন করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, মল্লিকাদিঘীর পাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক সুলতান আহমদ, খিলপাড়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান, আনিসুল করিম রানা, ইউপি সদস্য নাসির শেখ, মিজানুর রহমান, হারুন অর রসীদ, মোঃ সোহেল প্রমূখ।
টুর্নামেন্টের ফাইনালে মেজর একাদশ গোমাতলী ফ্রেন্ডস একাদশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ৬ গরু আটক করেছে বিজিবি
চলচ্চিত্রে সময় ও সমাজের সত্যকে তুলে ধরতে হবে– রবি উপাচার্য
বগুড়ার শিবগঞ্জ মাঝিহট্টের গামড়া গ্ৰামের এইচবিবি রাস্তা উদ্বোধন করেন এমপি জিন্নাহ্