হোম » খেলা » সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৮৬ রানে ভারত অলআউট

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৮৬ রানে ভারত অলআউট

ডেস্ক রিপোর্ট: সাকিব আল হাসানের ঘূর্ণিতে ১৮৬ রানেই অলআউট হয়েছে ভারত। দুর্দান্ত বোলিংয়ে নামের পাশে যোগ করেছেন আরেকটি ৫ উইকেট সাকিব। আর তাতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন গুড়িয়ে গেছে দুইশ রানেরও কমে।

রবিবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত ২৩ রানেই তাদের উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ানকে হারায়। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।

১১তম ওভারে বোলিংয়ে এসে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফিরিয়ে দেন সাকিব। এরপর মিডল ওভারে যখনই প্রয়োজন পড়েছে তখনই ব্রেক থ্রু এনে দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের পক্ষে উদ্বোধনী বল করেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। যার ফলশ্রুতিতে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পেয়ে যায় বাংলাদেশ।

মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগে স্টাম্পে। পড়ে যায় বেল। ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ধাওয়ান। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর দেখেশুনে খেলে দলকে কিছুটা পথ এগিয়ে নেন কোহলি আর রোহিত। ১০ ওভারে ভারত তোলে ১ উইকেটে ৪৮ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৩ বল থেকে ৭০ রান করেন লোকেশ রাহুল। ৭০ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার।

সাকিব ১০ ওভারে ২ মেডেন দিয়ে ৩৬ রানে ৫ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামান। আর পেসার ইবাদত হোসেন নেন ৪টি উইকেট। দুজনে মিলে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট করে দিলেন ভারতকে। বাংলাদেশের লক্ষ্য এবার ১৮৭ রান।

###SSS

error: Content is protected !!