হোম » খেলা » নেদারল্যান্ডস-ইকুয়েডরের ড্রয়ে কাতারের বিদায়

নেদারল্যান্ডস-ইকুয়েডরের ড্রয়ে কাতারের বিদায়

ডেস্ক রিপোর্ট: জিতলেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিল ইকুয়েডর। ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিল স্বাগতিক কাতার।

দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কমলা–উৎসব, নাকি নীল–চমক—কোনটি দেখা যাবে, এই প্রশ্ন নিয়ে শুরু হয় নেদারল্যান্ডস–ইকুয়েডর ম্যাচ। তবে কমলা শিবিরকে কাঁপিয়ে দিয়ে ম্যাচটি তারা ড্র করেছে ১–১ গোলে।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরুই হয়েছে বলতে গেলে ডাচদের কমলা উচ্ছ্বাস নিয়ে। ৬ মিনিটেই কোডি গাকপোর গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি ফিরিয়ে দিয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান এনার ভ্যালেন্সিয়া।

শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ গোলের ড্রয়ে শেষ হয়েছে। এই ম্যাচের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। তৃতীয় স্থানে থাকা সেনেগালের পয়েন্ট ৩। ২ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া স্বাগতিক কাতার এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।

###SSS

error: Content is protected !!