হোম » ধর্ম » আদমদীঘির চড়কতলায় ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু

আদমদীঘির চড়কতলায় ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু

এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে হরিবাসর কমিটির আয়োজনে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন হরিবাসর উৎসব আগামীকাল রোববার ২২ জানুয়ারী সন্ধ্যা থেকে শুরু হচ্ছে।

আগত ভক্তদের সকাল, দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প ও শিশুদের জন্য দুধের ব্যবস্থা রয়েছে।

হরিবাসর কমিটির সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান, এবার মহাযজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজশাহী জেলার বাগমারার শ্রীমতি রাধারানী প্রামানিক, নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রেমানন্দ হালদার, বগুড়া জেলার শেরপুরের নিরাঞ্জন সরকার, আদমদীঘির সুজাতা মোহন্ত এবং তালসনের আশিক কুমার সরকার(তপু)।

২৫ জানুয়ারী বুধবার মহাপ্রভুর ভোগআরতি, ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

error: Content is protected !!