হোম » রাজনীতি » ফুলছড়ির উদাখালীতে বিকল্পধারা’র যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলছড়ির উদাখালীতে বিকল্পধারা’র যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে এক যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ও গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনের বিকল্প ধারা থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ আলিউল আজমের সভাপতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম মাস্টার প্রমূখ।
এই মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের পূর্বে উদাখালি বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করে কুলা-প্রতীকে ভোট চান বিকল্পধারা বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
error: Content is protected !!