হোম » রাজনীতি » “সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর জন্মবার্ষিকী পালিত”

“সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর জন্মবার্ষিকী পালিত”

আসাদুজ্জামান বাচ্চুঃ  ১১ অক্টোবর ২০২১, সোমবার সন্ধ্যায় মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে সাবেক রাষ্ট্রপতি,রাজনীতির পরিচ্ছন্ন পুরুষ ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর 91 তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও সাবেক এই রাষ্ট্রপতির জন্মদিবস উপলক্ষে দলটি ব্যাপক কর্মসূচী গ্রহন করে।বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পথচারী,পরিবহন শ্রমিক ও অন্যান্য শ্রমজীবী মানুষের মাঝে মধ্যবাড্ডায় দলীয় কার্যালয়ের সামনে চলে মনোগ্রাম সংবলিত ফ্রি মাস্ক বিতরণ,সাড়ে চারটায় এই মনীষীর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা অনুষ্ঠান,সাড়ে পাঁচটায় তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় দু’আ মাহফিল এবং বাদ মাগরিব দলীয় পতাকা অংকিত বিশালাকৃতির কেক কাটা হয়।
বিকল্পধারা বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি জনাব শাহিদুর রহমান সাহিদের সভাপতিত্বে ও দফতর সম্পাদক ওয়াসিমূল ইসলাম অভ্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি জনাব মহসীন চৌধুরী,ওবায়দুর রহমান মৃধা, ভূদেব চক্রবর্তী, যুগ্ম-মহাসচিব এনায়েত কবীর,সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,সাধারণ সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার,সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, বিকল্প শ্রমজীবিধার কেন্দ্রীয় সভাপতি মোঃ আইনুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন,বিকল্পধারা বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার রাসেল মাহমুদ,সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু,সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা বেগম,বিকল্প যুবধারার সহ-সভাপতি সম্রাট ইকবাল হোসেন ভূইঁয়া, আয়েশা সিদ্দিকা দিতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোঃ মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব প্রমূখ।
error: Content is protected !!