হোম » অন্যান্য বিভাগ » আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

চাটখিল প্রতিনিধি : নোয়াখালী চাটখিলে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। 
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রফেসর আবদুল হামিদ লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের আবদুল কুদ্দুস দিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আবদুল গনি মোল্লা, ছাত্র লীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন প্রমূখ।
দিনব্যাপী উপজেলার নাহারখিল, বাদুলী, শ্রীপুর ও দেলিয়াই সকাল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
error: Content is protected !!