হোম » অন্যান্য বিভাগ » ৪১-তম বিসিএস এগ্রিকালচার  ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন ফুলবাড়ীর আবুহেনা মোস্তফা কামাল 

৪১-তম বিসিএস এগ্রিকালচার  ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন ফুলবাড়ীর আবুহেনা মোস্তফা কামাল 

মো. মোরসালিন ইসলাম: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ী দামুদাপুর গ্রামের মো. গোলাম সুবাহানীর সুযোগ্য সন্তান  মো. আবুহেনা মোস্তফা কামাল ৪১-তম  বিসিএস ‘স এগ্রিকালচার ক্যাডারে  সুপারিশ প্রাপ্ত হলেন। 
৪১ – তম  বিসিএস’স সুপারিশ  প্রাপ্ত হওয়াই  ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মীর মো. আল কামাহ্ তমালের পক্ষ থেকে  মিষ্টি মুখ ও ফুলেল   শুভেচ্ছা জানায়।
আবুহেনা মোস্তফা কামাল  বলেন, আপনার মত মানবিক ও ভালো মানুষ  কোথাও দেখেনি আমি আপনার কাছে আসার পর থেকে দেখতে পেয়েছি  আপনি সেবা নিতে আসা প্রতিটি মানুষের সাথে হাঁসি মুখে কথা বলছেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল ।
জানা গেছে, তিনি ২০১৮ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনার্স  করেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে মাস্টার্স করেন। বর্তমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত আছে।
সর্বশেষ অতি সম্প্রতি ৪১- তম বিসিএস ‘এ এগ্রিকালচার   ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। এদিকে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সকল চেয়ারম্যান গণ  মো. আবুহেনা মোস্তফা কামালকে ৪১ – তম  বিসিএস’স সুপারিশ প্রাপ্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
error: Content is protected !!