হোম » অন্যান্য বিভাগ » চন্দনাইশে পাখি পাচারের দায়ে কারাদণ্ড 

চন্দনাইশে পাখি পাচারের দায়ে কারাদণ্ড 

মোঃ শহীদুল ইসলাম: চট্টগ্রামের চন্দনাইশে পাখি পাচারকারীকে চার মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময়  দুইটি বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।
রোববার গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাবনা, বেড়া, সিংহাসন গ্রামের মৃত ফজিআর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৭)।
রোববার গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহন বাস থেকে ২ টি বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।
পাচারের কাজে সম্পৃক্ত থাকায় আসামী মো: মিজানুর রহমান (৪৭) মোবাইল কোর্টের মাধ্যমে চার মাসের সাজা প্রদান করা হয়। অভিযানে ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, ‘রাজ ধনেশ পাখি আমাদের দেশে প্রায় বিলুপ্তের পথে। পাখিগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ)  ধারায় চারমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
error: Content is protected !!