আওয়াজ অনলাইন: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিড়ম্বনায় পড়েন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের বড় ভাই আব্দুর রহমান খান (৭৭)।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রে আজমত উল্লার সঙ্গে ভোট দিতে এসে এ বিড়ম্বনায় পড়েন তিনি।
এ বিষয়ে আজমত উল্লা খান বলেন, আমার বড় ভাইয়ের একটু ঝামেলা হয়েছে। স্মার্টকার্ড আনতে গেছে। সেটি আনলেই ভোট দিতে পারবে।
কোনো ভোটারের যদি আঙুলের ছাপ ম্যাচ না করে তাহলে স্মার্টকার্ড দিয়ে তিনি ভোট দিতে পারবেন বলেও জানান আজমত।
পরে অবশ্য স্মার্টকার্ড দিয়ে আব্দুর রহমান খান ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন আজমত উল্লা খানের ব্যক্তিগত সহকারী (অস্থায়ী) শাহজাহান তপন। তিনি বলেন, আজমত উল্লা খানের বড় ভাইয়ের বয়স প্রায় ৭৭ বছর। এজন্য আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে সমস্যা হয়েছে। তবে পরবর্তীতে স্মার্টকার্ড দিয়ে তিনি ভোট দিয়েছেন।
এর আগে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে আজমত উল্লা খান বলেন, একটি প্রমাণ দেখান যে কাউকে বের করে দেওয়া হয়েছে। কেউ এজেন্ট দিতে না পারলে সেই দায়িত্ব তার। জনগণ যে রায় দেবে তা মেনে নেবো।
ইভিএমের ধীরগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এই মেয়রপ্রার্থী বলেন, কয়েক জায়গা থেকে এমন অভিযোগ এসেছে। তবে নির্বাচন কমিশন ঠিক করে ফেলছে। আমি অনুরোধ করবো, যদি নির্দিষ্ট সময়ের পর ভোটার বাকি থেকে যায় তাহলে যেন সময় বাড়িয়েও ভোট নেওয়া হয়।
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা